1. admin@bdnewslive24.com : News :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

তামিমের কড়া বার্তার উত্তপ্ত ক্রিকেট পাড়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬৫ Time View

বাংলাদেশ ক্রিকেটে আবারও উত্তেজনার ঝড়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিতে তৎপরতা এবং ‘নাসুম আহমেদ চড় কাণ্ড’ ফাঁসের পেছনে তামিম ইকবাল ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের নাম উঠে এসেছে।

এই পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য সফল হবে না।’

তামিম লিখেছেন, “আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের কল্যাণের জন্যই আসব। প্রয়োজন হলে ক্রিকেট বোর্ডে না আসলেও, যাদের অসৎ উদ্দেশ্য আছে—তাদের সঙ্গে আমি কখনোই হাত মেলাব না।”

তিনি আরও বলেন, “একজন ব্যক্তি তদন্ত কমিটিতে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন। সেটি তার অধিকার। তবে, ওই ব্যক্তি আগেও টিভিতে বসে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, যা আমি কখনো পাল্টা দিইনি। আমি শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এমনকি তথ্য ফাঁস সংক্রান্ত বিষয়েও আমাকে কোনো প্রশ্ন করা হয়নি। কারণ আমি তখন দলে ছিলামই না।”

তামিম তাঁর পোস্টে স্পষ্ট করে দেন, একজন ব্যক্তির ব্যাক্তিগত ধারণা আর তদন্ত কমিটির আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লেখেন, “এই বিষয়কে যারা উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে উপস্থাপন করছেন, তাদের উদ্দেশ্যে বলছি—আপনাদের সঙ্গে আমি কখনোই হাত মেলাব না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025 BDNewsLive24 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Design By Raytahost