অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশিত হলো এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আসরটি অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, ভেন্যু সংযুক্ত আরব আমিরাত।
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল। দুই গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে।
এ গ্রুপে রয়েছে: ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত
বি গ্রুপে খেলবে: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং
বাংলাদেশের ম্যাচ সূচি (গ্রুপ পর্ব):
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
সব ম্যাচ শুরু হবে রাত ৮:০০টায় (বাংলাদেশ সময়)
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ— ভারত বনাম পাকিস্তান অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। যদিও দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে এ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা।
প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সুপার ফোর পর্বে জায়গা করে নেবে।
সুপার ফোরে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
Leave a Reply