বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিতার অবসান ঘটিয়ে ২৪ ডিসেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে পরিবার নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। তিনি ২৫ ডিসেম্বর বেলা১১ টা৩০ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি ঢাকা পৌঁছে প্রথমেই মাকে দেখতে এভার কেয়ার হসপিটালে যাওয়ার কথা রয়েছে। অতঃপর ৩০০ ফিটে সংবর্ধনা সমাবেশে যোগ দিবেন। ২৬ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করিবেন,সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করিবেন।27 ডিসেম্বর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করিবেন, ভোটার আবেদন করতে নির্বাচন কমিশনে যাবেন,জুলাইয়ের আহতদের খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে যাবেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।