Bdnews Live24 | logo

১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনি হেফাজতে থেকে ও রেহাই পাচ্ছেন না সেচ্ছাসেবকলীগ নেতা পিযূষ কান্তি দে।

প্রকাশিত : এপ্রিল ১১, ২০২০, ০১:৫৪

আইনি হেফাজতে থেকে ও রেহাই পাচ্ছেন না সেচ্ছাসেবকলীগ নেতা পিযূষ কান্তি দে।

নিজেস্ব প্রতিবেদন :: আইনি হেফাজতে থেকে ও রেহাই পাচ্ছেন সেচ্ছাসেবকলীগ নেতা পিযূষ কান্তি দে। আজ সন্ধায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ এলাকায় থেকে জায়েদ নামের একজন মাদকসেবিকে মাদক সহ আটক করে কোতোয়ালি থানার পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞেসা বাদে জানায়,

আটককৃত মাদক পীযূষ কান্তি দে এর বলে জানায়,

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, তিন ধরনের মাদকসহ জাহেদ নামের এক যুবককে ওসমানী হাসপাতাল থেকে আটক করা হয়েছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে মাদকগুলো দিতে গিয়েছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাশ অনিক সিলেট নিউজ টাইমসকে জানান, যে জায়েদ নামের যে ছেলেটি আটক হয়েছে সে ছাত্রলীগ বা পীযূষ কান্তি দের এর কেউ নয়, কারণ পিযূষ কান্তি দে বিগত ছয় মাস যাবত মামলায় কারাগারে আছেন বেশ কিছুদিন ধরে শারিরীক অবস্থা খারাপ ও মেরুদণ্ড এর গুরুতর আঘাতের জন্য ওনাকে বিশেষজ্ঞ চিকিৎসক ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন,

কারাহেফাজতে থাকা পিযূষ কান্তি দে কারা কর্তৃপক্ষ ও পরিবারের এক জন ছাড়া ওনার সাথে আর কাউকে দেখা করার কোনো সুযোগ নেই, তাই আমারা ও পীযূষ কান্তি দে এর পরিবারের অনুরোধ যে একজন অসুস্হ ব্যাক্তিকে নিয়ে এরূপ বিভ্রান্তিকর কথা না বলাই শ্রেয় , কেউ যদি ভয়ে পিযূষ কান্তি দে নাম অপকর্ম করে এই দায়ভার উনার নয় বিষয়টি ক্ষতিয়ে দেখা উচিৎ, আমরা এই বিষয় গুলা তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে তাদের বিরুদ্ধে প্রশাসনের ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান করেন। পরবর্তীতে এভাবে যাতে কেউ পীযূষ কান্তি দের নাম না ভাঙ্গাতে পারে এ ব্যাপারে ও কঠিন হুশিয়ারি দেন তারা।

সূত্রঃ সিলেট নিউজ টাইমস।এ সংবাদটি 106157 বার পড়া হয়েছে.
শেয়ার করুন
bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২৪

          Design & Developed BY: Cloud Service BD