Bdnews Live24 | logo

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের কৃতি সন্তান জহুরুল ইসলাম রুহেল জামুকা’র নতুন মহাপরিচালক।

প্রকাশিত : মে ২৭, ২০২০, ২৩:৩৩

মৌলভীবাজারের কৃতি সন্তান জহুরুল ইসলাম রুহেল জামুকা’র নতুন মহাপরিচালক।

সাহেদ আহমেদঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কৃতি সন্তান মো. জহুরুল ইসলাম রোহেল।

বুধবার (২৭ মে) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

জামুকায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন চলতি মাসের ৪ তারিখে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

জামুকার নতুন ডিজি মো. জহুরুল ইসলাম রোহেল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের মরহুম ওয়াছিল আলী ও মরহুমা জাহানারা বেগম চৌধুরীর কনিষ্ট ছেলে। দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিকের পাঠ শেষ করে তিনি দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের লেখাপড়া শুরু করেন। বড়ভাই সাবেক পুলিশ অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) মাহবুবুর রব ফারুকের কর্মস্থল কক্সবাজারের উখিয়া হাইস্কুল থেকে তিনি কৃতিত্বের সাথে ১৯৮১ সালে এসএসসি, ১৯৮৩ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

১১ তম বিসিএস ক্যাডার মো. জহুরুল ইসলাম রোহেল ১৯৯৩ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছর মাঠ প্রশাসনে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য বিভাগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গাইবান্ধ্যায় জেলা প্রশাসক, উপ-সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর যুগ্ম সচিব হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। বছর একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে তিনি পদোন্নতি পান।
জামুকা’র নতুন ডিজি মো. জহুরুল ইসলাম রোহেল দীর্ঘ ২৮ বছরের চাকুরী জীবনে গুরুত্বপূর্ণ ১০টি আর্ন্তজাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন। কৃতিত্বের সাথে দেশে অনুষ্ঠিত ২৬টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। রাষ্ট্রীয় প্রয়োজনে ও উচ্চতর ডিগ্রী অর্জনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের ৪৩টি দেশ ভ্রমন করেছেন।



এ সংবাদটি 163764 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২৪

          Design & Developed BY: Cloud Service BD