Bdnews Live24 | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সিলেটে সেবার নতুন মাত্রা ‘মডেল ফার্মেসি’ লাজ ফার্মা লিমিটেড!

প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২০, ০৩:৩১

সিলেটে সেবার নতুন মাত্রা ‘মডেল ফার্মেসি’ লাজ ফার্মা লিমিটেড!

সাহেদ আহমেদঃ সিলেট শহরের প্রাণকেন্দ্র মিরবক্সটুলা, নয়াসড়কে মডেল ফার্মেসি হিসাবে যাত্রা শুরু করা লাজ ফার্মা লিমিটেড ফার্মেসিতে ওষুধ কিনতে এসেছেন রোকনউদ্দিন নামে এক ব্যক্তি। প্রেসক্রিপশন সার্ভিস ডেস্ক থেকে ওষুধ কেনার পর কোন ওষুধ খাওয়ার আগে বা পরে খেতে হবে, কোন ওষুধের ডোজ কতো প্রেসক্রিপশন দেখে তাকে বুঝিয়ে দিচ্ছিলেন একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট।

সব বুঝে নেওয়ার পর আলাপকালে রোকনউদ্দিন বলেন, ‘আমাদের দেশে এমন সেবার কথা ভাবাই যায় না। দেশের বাইরে একবার এমন অভিজ্ঞতা হয়েছিলো। কিন্তু দেশে এমন সেবা পাওয়ার কথা ভাবতেই পারিনি। এ উদ্যোগ দেখে খুব ভালো লাগছে। দেশের মানুষ ওষুধ নিয়ে অনেক বেশি সতর্ক হবে এখন।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, দেশের মানুষকে এখন আর নকল, মেয়াদোত্তীর্ণ এবং বেশি দামে ওষুধ কিনতে হবে না, মানুষ ওষুধ খেয়ে অসুখে পড়বে না।’
অনেক ফার্মেসি ওষুধ রাখার নির্ধারিত তাপমাত্রা মেনে না চলায় ওষুধের গুণাগুণ নষ্ট হয়। যার ফলে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে উল্টো রোগাক্রান্ত হয় মানুষ। তাছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনে প্রতারিত হন অনেকে। এ ধরনের ভোগান্তি দূর করতে এগিয়ে এসেছে দেশের সর্বাধিক স্বনামধন্য ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ‘মডেল ফার্মেসি ইনিশিয়েটিভ প্রকল্প’ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওষুধের দোকানগুলোকে ফার্মেসি ও মেডিসিন শপ হিসাবে চিহ্নিত করে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। মডেল ফার্মেসিকে কমপক্ষে ৩০০ বর্গফুট এবং শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে। সার্বক্ষণিক রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ সুনির্দিষ্ট কিছু নীতিমালা মেনে মডেল ফার্মেসি কাজ করবে। যার সব শর্তই পূরণ করতে সক্ষম হয়েছে লাজ ফার্মা লিমিটেড।

ঢাকায় ১৯৭২ সালে লাজ ফার্মা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যাত্রা শুরু করে ‘শতদল মেডিকেল স্টোর’ হিসেবে, যাকে ১৯৭৫ সালে এর প্রতিষ্ঠাতা ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান ‘লাজ ফার্মা’ নামে নামকরণ করেন। গত ৪৬ বছরে খুচরা বিক্রয়কর্ম অব্যাহতভাবে বিবর্তিত হচ্ছে এবং কোম্পানির ঔষধের দোকান অধিগ্রহণ ও নতুন নির্মাণের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, যা লাজ ফার্মাকে বাংলাদেশে প্রথমসারির ঔষধের বিক্রেতা হিসাবে গড়ে উঠতে সহায়তা করে।

লাজ ফার্মা লিমিটেড সিলেট ব্রাঞ্চে জরুরি ওষুধের পাশাপাশি রয়েছে মানসম্মত প্রসাধনী সামগ্রী ও ডিপার্টমেন্টাল স্টোর।

এদিকে সিলেটে লাজ ফার্মা গ্রাহকসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হটলাইন সেবা চালু করেছে!
☎️ ০১৭৩৬-৭০৪০৭৩
⛩ ৬১-৬২ আজাদী, মীরবক্সটুলা উইমেন্স মেডিকেল কলেজ রোড, নয়া সড়ক, সিলেট।



এ সংবাদটি 17610 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২১

          Design & Developed BY: Cloud Service BD