Bdnews Live24 | logo

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফার্মেসি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য লাজ ফার্মা সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

প্রকাশিত : জুন ০৭, ২০২২, ০১:৩৭

ফার্মেসি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য লাজ ফার্মা সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

বিজ্ঞপ্তি: দেশের সুপরিচিত , বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মডেল ফার্মেসী লাজ ফার্মা লিমিটেড, সিলেট শাখার জন্য মেডিসিনে ৬ জন সেলস্ এক্সিকিউটিভ /ডিপ্লোমা ফার্মাসিষ্ট।
২ জন মেডিসিন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন আইটি এক্সিকিউটিভ ও একজন ম্যানেজার জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

*সকল পদে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদেরকে ১৬ জুন ২০২২ তারিখের মধ্যে ছবি ও বায়োডাটা, নিজস্ব মোবাইল নাম্বার সম্বলিত আবেদন পত্র সরাসরি বা ডাকযোগে লাজ ফার্মা লিমিটেড, আজাদী ৬১-৬২, মিরবক্সটুলা, নয়াসড়ক, সিলেট অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিঃ দ্রঃ বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ।
*বাছাইকৃত দূরের প্রার্থী হলে চাকুরীকালে কোম্পানির পক্ষ থেকে থাকার ব্যাবস্থা আছে।

*বিশেষ প্রয়োজনে : ০১৭৩৭-৯৬৯০৮৮ (দুপুর ১২:০০ টা থেকে সন্ধা ৬:০০টা)



এ সংবাদটি 114449 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২৪

          Design & Developed BY: Cloud Service BD