Bdnews Live24 | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মেধাবী ছাত্রী তাসনিম নাহিয়ান ইংলিশ ল্যাংগুয়েজ টেষ্ট (আই-এল-টি এস) পরীক্ষায় ব্যান্ডস্কোর ৮ পাওয়ায় পারিবারিক শুভেচ্ছা ও অভিনন্দন !

প্রকাশিত : এপ্রিল ২০, ২০২২, ০৪:৫৭

মেধাবী ছাত্রী তাসনিম নাহিয়ান ইংলিশ ল্যাংগুয়েজ টেষ্ট (আই-এল-টি এস) পরীক্ষায় ব্যান্ডস্কোর ৮ পাওয়ায় পারিবারিক শুভেচ্ছা ও অভিনন্দন !

সম্পাদকীয় ডেস্ক: ঢাকায় বসবাসরত সিলেটের মেধাবী ছাত্রী তাসনিম নাহিয়ান ‘আন্তর্জাতিক ইংলিশ ল্যাংগুয়েজ টেষ্ট ‘(IELTS) পরীক্ষায় ব্যান্ড স্কোর ৯ এর মধ্যে ৮ পাওয়ায় নাহিয়ানের পরিবারের পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মূলত ভবিষ্যৎ শিক্ষাক্ষেত্রে আরো সাফল্য পেতে উপহার সামগ্রি দিয়ে উৎসাহমুলক এ পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়।

কৃতি শিক্ষার্থী তাসনিম নাহিয়ান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মহাপরিচালক জনাব, জহুরুল ইসলাম রুহেল এবং মিসেস, ফারহানা চৌধুরীর সুযোগ্য কন্যা ।

কন্যার এই সাফল্যপূর্ণ অর্জনের মা-বাবা আনন্দের সহিত বলেন তাসনিমের এই অর্জনে তারা গর্ববোধ করছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছেন, এ অর্জন গোটা-পারিবারিক-গোষ্ঠীর অর্জন।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী নাহিয়ানের মেজো চাচা সদ্য সাবেক সিলেট জেলা পুলিশের পরিদর্শক জনাব, বদরুল ইসলাম সোহেল, চাচাতো ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও আলীজান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী ফুয়াদ মোহাম্মাদ খায়রুল ইসলাম, চাচাতো বোন জামাই সাব-রেজিস্টার আব্দুস সালাম, ও মামা ইমরান সারোয়ার চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যগণ ।



এ সংবাদটি 23540 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২১

          Design & Developed BY: Cloud Service BD