Bdnews Live24 | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

জীবনের প্রথম গিটার মা’ কিনে দিয়েছিলেন!

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২০, ২২:০৩

জীবনের প্রথম গিটার মা’ কিনে দিয়েছিলেন!

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের সিলেটের অন্যতম জনপ্রিয় বেইজ গিটারিস্ট ধ্রুব কর। সিলেটের মিউজিক অঙ্গনে তার দীর্ঘ দিনের পথচলা। মূলত যে কজন মিউজিসিয়ান সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে ধ্রুব কর অন্যতম।

আজ তিনি তার মিউজিক জীবনের শুরু ও ব্যক্তিজীবনের কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিডিনিউজ লাইভ টোয়েন্টিফোর এর।

*বিডিনিউজ লাইভঃ কেমন আছেন?

ধ্রবঃ এইতো করোনার এই কঠিন সময়ে সবার সাথে ভালই আছি বলতে পারেন।

*বিডিনিউজ লাইভঃ সিলেটে মিউজিক অঙ্গনে আপনার অনেক সুনাম, তো আপনি এই অঙ্গনে আসলেন কিভাবে?

ধ্রবঃ আসলে দেখেন মিউজিকের প্রতি আমার কোন টান ছিল না, আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ঘুরতে পছন্দ করতাম, কিন্তূ পরিবারের অনেকেই মিউজিকের সাথে জড়িত ছিলেন তাই মিউজিকটা কখন যে আমার রক্তের সাথে মিশে যায় বলতেই পারি না। আসলে পারিবারিক প্রভাব বলতে পারেন।

*বিডিনিউজ লাইভঃ মিউজিক অঙ্গনের এই শিক্ষায় আপনার গুরু কে?

ধ্রুবঃ আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন আমার শ্রদ্ধেয় গুরু অনু দাদার কাছে গিয়ে মিউজিক বিষয়ে ভর্তি হই। অনুদা আমাকে এ ব্যপারে অনেক সাহায্য করেছেন। আমার মন খারাপ থাকলে উনার কাছে গেলে মন ভালো হয়ে যেত। এবং সিলেটের মিউজিক অঙ্গনের প্রায় ৯০% ছাত্র-ছাত্রী উনার হবে।

*বিডিনিউজ লাইভঃ আচ্ছা বলেনতো মিউজিকে এতো ইন্সট্রুমেন্ট থাকতে বেইজ গিটার এর প্রতি এত আগ্রহ কেন?

ধ্রবঃ হা হা হা, আসলে ভাই এই প্রশ্নের সম্মুখীন আমাকে অনেকবার হতে হয়েছে। মূলত বেইজ গিটারটা আওয়াজ শুনলে আমার শরীর শিহরিত হতো, আমার হেডফোন ছাড়া গান শুনার অভ্যাস ছিল না। কি রকম জানি মনে হত, ফিল টা পেতাম না আরকি, আর ব্যাপারটা ছিল একটু রিদম টাইপের। মানে বেইজ গিটারটাকে আমি মনে করি ক্যাপ্টেন অব দা শিপ, একটি বাসা তৈরি করেতে যেমন আমাদের বেইজ দিতে হয় মিউজিকেও আমি বেইজটাকে এভাবেই দেখি, তারপর থেকেইতো শেখা তবে হ্যা আমার একান্ত ইচ্ছারই প্রতিফলন এটি।

*বিডিনিউজ লাইভঃ এখন পর্যন্ত মিউজিক জীবনে আপনার স্বরণীয় মুহুর্ত কি?

ধ্রুবঃ আমার ব্যক্তিগত মিউজিক জীবনে আমার স্বরণ করার মত অনেক মুহূর্ত আছে। তবে হ্যা সবচেয়ে স্বরণীয় মুহুর্ত হল জীবনের প্রথম গিটারটি আমার মা কিনে দিয়েছিলেন। এটা আমার কাছে অনেক স্মৃতিময় ও আনন্দের ছিল।

বিডিনিউজ লাইভঃ পরিশেষে একটি প্রশ্ন, সিলেট তথা বাংলাদেশের মিউজিক অঙ্গনকে ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান?

ধ্রবঃ এটা সম্মন্ধে বলতে গেলে আমি বলবো আমরা যেন সবসময় একে অন্যের পাশে থাকি, সুষ্ঠ ও সঠিক সংস্কৃতি মানুষের সামনেে তুলে ধরতে পারি। সভাইকে সমানভাবে প্রাধান্য দিতে পারি এগুলাই।

বিডিনিউজ লাইভঃ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য।

ধ্রবঃ বিডিনিউজ লাইভ টোয়েন্টিফোর ডটকমকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, সাক্ষাৎকারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।



এ সংবাদটি 13706 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২১

          Design & Developed BY: Cloud Service BD