Bdnews Live24 | logo

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসেঞ্জার ডাউনলোড না করেই ভয়েস-ভিডিও কল ফেসবুকে!

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২১, ০৩:১৩

মেসেঞ্জার ডাউনলোড না করেই ভয়েস-ভিডিও কল ফেসবুকে!

এখন থেকে শুধু ফেসবুক অ্যাপ ব্যবহার করেই করা যাবে ভয়েস কল এবং ভিডিও কল। আলাদা করে ব্যবহার করতে হবে না মেসেঞ্জার। সম্প্রতি ফেসবুক এই বিশেষ ফিচার নিয়ে এসেছে। তবে, এখন এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন ফেসবুকের যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা।বর্তমানে, ভয়েস ও ভিডিও কলিং ফিচারটি মূল ফেসবুক অ্যাপের পরিবর্তে মেসেঞ্জারে কার্যকর রয়েছে৷ এখন সেই ফিচারকেই মূল অ্যাপে ফিরিয়ে আনতে চাইছে ফেসবুক।ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়-ব্যবহারকারীদের আরও ‘ইউজার ফ্রেন্ডলি’ অভিজ্ঞতা দিতেই এই নতুন ফিচার এনেছে ফেসবুক। মূল অ্যাপেই অডিও ও ভিডিও কলিং সুবিধা চালু করার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে। এটি চালু হলে অডিও ও ভিডিও কলের জন্য আর আলাদাভাবে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করার প্রয়োজন হবে না।তবে, মেসেজিং, অডিও ও ভিডিও কলিং এর ক্ষেত্রে যদি কোনো ব্যবহারকারী পরিপূর্ণ সুবিধা পেতে চান, তাহলে তাদের মেসেঞ্জার অ্যাপ ডাউনলোডের পরামর্শ দিয়েছেন ফেসবুকের এক মুখপাত্র।উল্লেখ্য, ২০১৪ সাল পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জার ছিল একই অ্যাপের অধীন। পরবর্তীতে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপকে দুটি আলাদা আলাদা অ্যাপ হিসেবে উপস্থাপন করা হয়। আর তখন থেকেই ভিডিও ও অডিও কলিং এবং চ্যাট ফিচারের জন্য ব্যবহারকারীদের আলাদা করে মেসেঞ্জার ডাউনলোড করতে হচ্ছে।।



এ সংবাদটি 13645 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২৪

          Design & Developed BY: Cloud Service BD