Bdnews Live24 | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

অবশেষে এমপিওভুক্ত হল জুড়ীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় ।

প্রকাশিত : জুলাই ০৬, ২০২২, ২১:৫২

অবশেষে এমপিওভুক্ত হল জুড়ীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় ।

সম্পাদকীয় ডেস্ক-সাহেদ আহমদ:  প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এমপিওভুক্ত হল জুড়ীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়। এরি সাথে নতুন করে দুই হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় রয়েছে ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান।  আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫ শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩২ উপজেলার একটি প্রতিষ্ঠানও পায়নি এমপিওভুক্তির অনুমোদন পায়নি। এতে ৬ শর্ত জুড়ে দেয়া হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব সোনা মনি চাকমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় এক হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি।

এদিকে মৌলভীবাজার ১ আসনের সাংসদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি মোট ১০টি ও জুড়ির ০৪ টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়কে কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
পাশাপাশি মাননীয় পরিবেশ মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তিকরণে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি কে কৃতজ্ঞতা জানিয়েছেন।

#বড়লেখা উপজেলার নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান
কলেজ
১।এম.মন্তাজিম আলী কলেজ
২। দাসের বাজার আদর্শ কলেজ
৩। সুজানগর পাথারিয়া কলেজ
৪। শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

মাধ্যমিক পর্যায়( নিম্ন মাধ্যমিক পর্যায় হতে সিনিয়র এমপিওভুক্ত)
১। কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়
২।ছোটলিখা উচ্চ বিদ্যালয়
৩।কেছরিগুল উচ্চ বিদ্যালয়
৪।পশ্চিম বর্ণি আয়মনা বেগম উচ্চ বিদ্যালয়
৫। হাজী শামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক (নতুন)

১।সোনাতুলা উচ্চ বিদ্যলয়
শাখা)

#জুড়ি‌ উপজেলা
০১ শাহ খাকী (রহ.) আলিম মাদ্রাসা
০২৷ জায়ফরনগর মহিলা দাখিল মাদ্রসা
০৩। রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়
০৪ কৃষ্ণনগর বাছিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

উল্লেখ্য রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন এ অবস্থিত , বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অত্র এলাকার শিক্ষা বিস্তারে বিদ্যালয়টির ভূমিকা অপরিসীম ।



এ সংবাদটি 114645 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২১

          Design & Developed BY: Cloud Service BD