Bdnews Live24 | logo

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে নিয়ন্ত্রণে কাজ করে ভারত!

প্রকাশিত : মে ১৭, ২০২৪, ০৬:৫৪

বাংলাদেশকে নিয়ন্ত্রণে কাজ করে ভারত!

ভারত সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লংমার্চের দিবস উপলক্ষে’ এই আলোচনাসভার আয়োজন করা হয়। ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন।

মির্জা ফখরুল বলেন, তারা (ভারত) সবসময় বাংলাদেশটাকে একটা নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের সব কার্যক্রম পরিচালনা করেছে। শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের ক্ষেত্রে তারা সবসময়ই গড়িমসি করেছে এবং তারা এ সমস্যার সমাধান করেনি, করছে না। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যর্থতার মূল কারণ এ সরকার নতজানু সরকার। এ অবস্থায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নিজের পায়ে দাঁড়াতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, এ সরকার জনগণের সরকার নয়। সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প পথ নেই।

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি দেখি এ সরকার এমনিই নড়ছে। কারণ রিজার্ভ নেই। সরকার ভয়াবহ রকমের একটা অর্থনৈতিক সংকটে আছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সীমান্ত হত্যা হচ্ছে। স্বদেশী হত্যা হচ্ছে। তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয় না। এখানে লাশ ফেরত পাওয়া যাবে কিনা এটার জন্য পতাকা বৈঠক হয়- এটা খুব লজ্জার, দুঃখের এবং অপমানের। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমাদের দেশের পররাষ্ট্রনীতি বলে কিছু নেই।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্রসংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ।

 



এ সংবাদটি 38608 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২৪

          Design & Developed BY: Cloud Service BD