Bdnews Live24 | logo

১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ

সিলেটে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীগে যোগদান, আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলটিতে যোগ দেন

প্রকাশিত : মার্চ ১২, ২০২২, ০৩:৩৪

সিলেটে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীগে যোগদান, আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলটিতে যোগ দেন

সিলেটের কানাইঘাট উপজেলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুলাগুল নয়াবাজার পশ্চিম মাঠে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলটিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শমসের আলম, বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য ফখর উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হারিছ, ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তমিজ উদ্দিন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শমসের আলম কালের কণ্ঠকে বলেন, ‘দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে আমাদের এলাকায় কোনো উন্নয়নকাজ হয়নি। রাস্তাঘাট নেই। উন্নয়নের স্বার্থে এবং মানুষের কল্যাণের কথা ভেবে এবার নির্বাচনে আমরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিই। এ কারণে আমাদের বহিষ্কার করা হয়। যেহেতু আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি, তাই আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিই। এতে আমার অনুসারী আরো প্রায় দুই শ জন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।’

বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগে তাঁদের আমরা স্বাগত জানাই। তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। সেই চেতনা ও আদর্শকে লালন করে যদি কেউ দলে যোগ দিতে চান তাঁকে অবশ্যই সাধুবাদ। তবে সরকারি দল হিসেবে উদযাপনের জন্য কারো আ. লীগে আসার চিন্তা না করাই ভালো।’এ সংবাদটি 13475 বার পড়া হয়েছে.
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২১

          Design & Developed BY: Cloud Service BD