Bdnews Live24 | logo

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশিত : এপ্রিল ২০, ২০২২, ০৫:৫৬

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকার যানজট কিছুটা কমে আসবে। যানজট দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, নিউ মার্কেটের সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা, ঈদের আগে তৈরি পোশাক কর্মীদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আয়োজিত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদে যানজট যাতে না হয়, সে জন্য হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ, সড়ক বিভাগ কাজ করবে। রাস্তার খানাখন্দ ঈদের আগেই ঠিক করা হবে। ঈদুল ফিতরে সারা দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। কূটনৈতিকপাড়ায় পুলিশি টহল জোরদার করা হবে। পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। ৬০ লাখ শ্রমিক ঈদে ঢাকা ছাড়বে। বেতন-ভাতা সময়মতো পরিশোধ করতে মালিকদের বলা হয়েছে। বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী

না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ’

এ সময় গত সোমবার মধ্যরাত থেকে নিউ মার্কেট এলাকায় সংঘাতের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে। শিগগির পরিস্থিতি শান্ত হয়ে যাবে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলোর ব্যবস্থা নিচ্ছে। আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কুল ডাউন হবে। ’

রাতের সংঘর্ষের সময় তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশ ততটা উদ্যোগী ছিল না বলে নিউ মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে পুলিশ কমিশনার বলেন, ‘নিউ মার্কেটের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশ ধৈর্যের সঙ্গে ঘটনা মোকাবেলা করছে। ’

ডিএমপি কমিশনার বলেন, ‘এটি এমন কোনো ঘটনা নয়, পুলিশ গুলি করে তাদের সরিয়ে দেবে। ঘটনাটি বেশ জটিল। আশপাশে অনেক মার্কেট রয়েছে। তাই সাবধানে ঘটনা মোকাবেলা করা হচ্ছে।



এ সংবাদটি 33751 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২৪

          Design & Developed BY: Cloud Service BD