Bdnews Live24 | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২১, ০৩:৪৬

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক : ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের দেয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ফলাফল এখন ৩-১। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার পর এই নিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল টিম টাইগার। আজও এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেগেছিল। তবে চিত্রটা বদলে দেন মাহমুদউল্লাহ আর নাঈম। তাদের ব্যাটেই আগামী ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য স্রেফ নিয়মরক্ষার।

রান তাড়ায় দেখেশুনে শুরু করেন নাঈম আর লিটন। অন্যদিকে ব্যাট করার সময় চোট পাওয়ায় টম ব্লান্ডেল আর ফিল্ডিংয়ে নামেননি। তার বদলে নামেন ডগ ব্রেসওয়েল। প্রথম দুই ওভারে আসে মাত্র ৪ রান! কোল ম্যাকনকির করা তৃতীয় ওভারের প্রথম বলটি মিডউইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান লিটন দাস। পরের বলেই স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে অ্যালেনের তালুবন্দি হন ১১ বলে ৬ রান করা এই ওপেনার। তৃতীয় ওভারে দলীয় ৮ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হওয়ার পর সাকিব আর নাঈম দ্রুত রান তোলার মিশনে নামেন। কিন্তু ৬ষ্ঠ ওভারে আজাজ প্যাটেলৈর বলে সাকিব (৮) স্টাম্পড হলে ফের ছন্দপতন। ওভারের শেষ বলে মুশফিক (০) বোল্ড হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৩২ রানে নেই ৩ উইকেট।

এমতাবস্থায় ফের গত ম্যাচের মতো ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা পেয়ে বসে। ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং নাঈম। বাংলাদেশও বিপর্যয় কাটিয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। জুটিতে ৩৫ রান আসতেই ছন্দপতন। দুই রান নিতে গিয়ে রানআউট হয়ে যান ৩৫ বলে ১ চার ১ ছক্কায় ২৯ রান করা নাঈম। অধিনায়কের সঙ্গী হন আফিফ হোসেন। দুজনে সিঙ্গেলস-ডাবলস নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ১২ বলে দরকার ছিল ১২ রান। ১৯তম ওভারের প্রথম বলে ব্লেয়ার টিকনারকে ছক্কা মেরে সেটা ৫ রানে নামান মাহমুদউল্লাহ। চতুর্থ বলটি ছিল বাউন্সার; লাগে আফিফের হেলমেটে। মাঠে ছুটে আসেন ফিজিও। কিন্তু আফিফ মাথা নেড়ে জানান, কনকাশন সাবের প্রয়োজন নেই। শেষ ওভারে দরকার ছিল ৩ রান। প্রথম বলে কোল ম্যাকনকিকে বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দেন মাহমুদউল্লাহ। ৫ বল হাতে রেখে ৬ উইকেটে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট, কোল ম্যাকনকি নিয়েছেন ১টি।



এ সংবাদটি 112252 বার পড়া হয়েছে.
শেয়ার করুন




bdnewslive24.com

অস্থায়ী অফিসঃ বন্ধন বি- এয়ারপোর্ট-রোড, আম্বরখানা সিলেট।

ই-মেইলঃ admin@bdnewslive24.com

নিউজঃ 01737-969088

বিজ্ঞাপনঃ 01892-475100

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বে-আইনি।

সম্পাদক ও প্রকাশকঃ সাহেদ আহমদ।

 

প্রধান উপদেষ্টাঃ কবির উদ্দিন।

সম্মানিত উপদেষ্টাবৃন্দঃ এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মোহাম্মদ বাদশা গাজী, মোঃ ইসলাম উদ্দিন।

 

বিডি নিউজ লাইভ ২৪ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  © ২০২১

          Design & Developed BY: Cloud Service BD